উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর দুই নাম্বার ধনকো গ্রাম পঞ্চায়েতের মধ্য দুর্গাপুর এলাকায় নতুনভাবে নয়টি গ্রাম ছাব্বিস শো বাড়ির জন্য বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে যেখানে হাজার বারোশো বাড়িতে পানিয় জলের ব্যবস্থা করা হয়েছে বাদবাকি যাদের বাড়িতে এখনো পানীয় জলের সমস্যা রয়েছে তারাই আন্দোলন নামলেন। এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা জানালো পানীয় জল সরবরাহ দপ্তরের কোন হেলদোল নেই এই নিয়ে এলাকাবাসীরা তিনজন কর্মীকে আটক করে বিক্ষোভ দেখায়।

