জলমগ্ন ইংরেজ বাজারের বেশ কিছু এলাকা, বিষাক্ত সাপের সাথে দিন কাটাচ্ছে মানুষ, আতঙ্ক এলাকা জুড়ে
কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন আবার ইংরেজবাজার পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিন নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের বড় সাঁকো, বিটি হোস্টেল, নেতাজি কলোনি এলাকা জলমগ্ন। জল ঢুকে গেছে মানুষের বাড়িতে। আর সেই জমা জল থেকে রোগ ছড়ানোর আশঙ্কা। এর মধ্যে বেরেছে সাপের উৎপাত। মানুষের বাড়ির ভেতরে সাপ ঢুকে যাচ্ছে। আতঙ্কে এলাকার মানুষ। যাদের অন্য জায়গায় থাকার ব্যবস্থা আছে তারা এই এলাকা ছেড়ে এখন অন্য জায়গায় আশ্রয় নিচ্ছে। আর যাদের নেই তাদের এই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে থাকতে হচ্ছে।
এলাকা ঘুরে, পুরসভার ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রী রুপা মিত্র চৌধুরী। তিনি বলেন নিকাশির ব্যবস্থা করা পুরসভার কাজ। সে ক্ষেত্রে যদি তার বিধায়ক কোটার অর্থ দরকার হয় তিনি দিতে প্রস্তুত। কোন দলীয় রাজনীতি চান না তিনি।
পাল্টা বিজেপিকে কটাক্ষ ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। তার দাবি জল বের করার ব্যবস্থা হয়েছে। কিন্তু রয়েছে রেললাইন পাশাপাশি রয়েছে নদীর বাঁধ ফলে যেই নর্দমা দিয়ে জল বের করা হচ্ছে তা বড় করা যাচ্ছে না। বিজেপিরা শুধু অভিযোগ করে বলে তার দাবি। আর এই রাজনৈতিক টানা পোরেনের মধ্যে দুর্বিষহ অবস্থায় দিন কাটাচ্ছে এলাকার মানুষ।

