আলিপুরদুয়ার:——————— জলদাপাড়াতে হাই এলার্ট। ফের চোরা শিকারিদের নিশানায় জলদাপাড়া । এই আশঙ্কার জেরে ইতিমধ্যেই বনদফতরের তরফে জারি করা হয়েছে ‘হাই অ্যালার্ট’। জঙ্গলের প্রতিটি রেঞ্জে পাশাপাশি, জলদাপাড়া জঙ্গল ও তার আশপাশের এলাকায় তল্লাশিও।বন দফতর সূত্রে জানা গিয়েছে, এই পরিস্থিতিতে শুক্রবার থেকে জলদাপাড়া জাতীয় উদ্যানের সর্বত্র ব্যাপক ভাবে বাড়িয়ে দেওয়া হচ্ছে তল্লাশি ও নজরদারি। জঙ্গলের বাফার জ়োনেও বিশেষ ভাবে চলছে তল্লাশি। সেই সঙ্গে পুলিশের সাহায্য নেওয়া হচ্ছে।
জলদাপাড়া জঙ্গল সংলগ্ন বনবস্তি ও গ্ৰামে চলছে টহলদারি। স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া সড়কে বিভিন্ন এলাকায় নাকা চেকিং মাধ্যমে প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।

