জমে উঠেছে ত্রিশস্তর পঞ্চায়েতের নির্বাচনী ভোট প্রচার।শাসক বিরোধীর পাশাপাশি নির্দল প্রার্থীরাও ভোট প্রচারে পিছিয়ে নেই কোন প্রকার। কালিয়াগঞ্জ ১০ নং মালগাঁও গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান নিলীমা রায় দল থেকে টিকিট দেওয়ার পড়েও সিম্বল না দেওয়ায় তিনি ২১ নং পঞ্চায়েত সমিতির আসনে নির্দল প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদন্ধীতা করছে।কর্মীদের সাথে নিয়ে সকাল থেকেই বাড়ি বাড়ি বাড়ি ভোট প্রচারে চালচ্ছেন কখনো চায়ের দোকানে চা খাওয়ার পাশাপাশি ভোট প্রচার চালাচ্ছে।এমনি চিত্র দেখা গেলো সোমবার মালগাঁও অঞ্চলের সুহাসি এলাকায় ভোট প্রচার চালান সাথে ছিলেন প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি তথা নিলীমা রায়ের স্বামী জ্ঞ্যানেন্দ্রনাথ রায়।ভোট প্রচারে বেরিয়ে যেভবে সারা পাচ্ছেন তাতে তিনি আশাবাদী মানুষ তাকে জয় যুক্ত করবে।

