জমি সংক্রান্ত বিবাদে দুই পরিবারের সংঘর্ষে গুরুতর জখম হলেন দুই পক্ষের তিনজন।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ও কুশমন্ডি,২১ এপ্রিল :——–— জমি সংক্রান্ত বিবাদে দুই পরিবারের সংঘর্ষে গুরুতর জখম হলেন দুই পক্ষের তিনজন। এক পক্ষের আহতরা হলেন হাজেদুল আলম (৪০ ),গোলাম রাব্বানী (২৮ )। অপর পক্ষের আহত হয়েছে আবুল কালাম আজাদ (৩৫)। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কুশমন্ডি থানার কালিকামোড়া এলাকায়। বর্তমানে আহতদের চিকিৎসা চলাকালীন গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
কুশমন্ডি থানার কালিকামোড়া এলাকার বাসিন্দা হাজেদুল আলম ও আবুল কালাম আজাদ। তারা একে অপরের আত্মীয় এবং প্রতিবেশি। বাড়ির পাশের ৫ শতক জায়গা নিয়ে বেশ কিছু দিন ধরে দুই পরিবারের বিবাদ চলছে। এর আগেও দুই পক্ষের মারপিট হয়েছে। মাঝে কিছুদিন সব ঠিকঠাক ছিল। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় ফের জায়গা নিয়ে দুইপক্ষের বিবাদ শুরু হয়। প্রথমে বচসা শুরু হয়। এরপরেই একে,অপরকে লাঠিসোটা,ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। সংঘর্ষে গুরুতর জখম হয় দুই পক্ষের তিনজন। স্থানীয় মানুষজন ছুটে এসে আহতদের চিকিৎসার জন্য উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। কিন্তু দুই পক্ষের একে অপরের বিরুদ্ধে যেন রাগ কমেনি। হাসপাতালের ভেতরেও দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। ঘটনায় হাসপাতাল চত্বরে চিৎকার চ্যাঁচামেচি শুরু হয়ে যায়। বিষয়টি নজরে আসতে হাসপাতাল ক্যাম্পের পুলিশ কর্মীরা ছুটে এসেছে পরিস্থিতি স্বাভাবিক করে। এমন কী দুইপক্ষের আহতদের আলদা আলদা জায়গায় রেখে চিকিৎসা শুরু করা হয়।
হাসপাতালের বেডে শুয়ে আহত গোলাম রাব্বানী অভিযোগ করে বলেন,আমাদের ৫ শতক জায়গা আবুল কালাম আজাদরা দখল করে রেখে। এনিয়ে এর আগে আমাদের মারধর করেছে। আমরা বাবাকে পিটিয়ে মেরেছে। তিনি অভিযোগ করে আরো বলেন,আমাদের জায়গা দখল করে বাড়ির সামনে ওরা দরজা দিয়ে আটকে দিয়েছে। গতকাল সন্ধ্যায় দরজা সরাতে গেলে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর চড়াও হয়ে মারধর করে। বিষয়টি আমরা থানায় জানিয়েছি।
গোলাম রাব্বানীর অভিযোগ অস্বীকার করে আবুল কালাম আজাদের স্ত্রী তাহা মিনা খাতুন পাল্টা অভিযোগ করে বলেন,আমাদের কাছে জায়গার কাগজ পত্র আছে। তবুও জোড় করে দখল করতে চাই। তিনি অভিযোগ করে বলেন,গতকাল সন্ধ্যায় বাড়ির সামনে আমরা বসে ছিলাম। সেসময় পাঁচ সাতজন লাঠিসোটা,ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর চড়াও হয়ে মারধর করে।
কুশমন্ডি থানার পুলিশ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *