হরিরামপুর দক্ষিণ দিনাজপুর ২৮ ই ফেব্রুয়ারি : জমি নিয়ে বিবাদ ,ঘটনায় এক গৃহবধূকে ব্যাপক মারধরের অভিযোগ উঠল তিন প্রতিবেশীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের বরতলী গ্রামের।প্রতিবেশীরা ওই গৃহবধূকে মারধরের ঘটনায় ভিডিও দেখে আতকে উঠছেন অনেকেই।ঘটনায় ওই গৃহবধূ আক্তারি বিবি তিনজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।ঘটনার তদন্তে হরিরামপুর থানার পুলিশ।
ঘটনায় আহত আক্তারি বিবির অভিযোগ বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের বরতলী গ্রামের তাদের ১৬ শতক জমি রয়েছে। সেখানে তারা একটি পাকা বাড়ি বানিয়ে প্রায় ১৪ বছর ধরে বসবাস করছেন।কিন্তু প্রতিবেশী মাসিদুর রহমান, ওবাইদুর রহমান ও মমিনুর রহমানেরা তার স্বামী আনিসুর রহমানের জায়গা জবর দখল করে নেবার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ আনিসুর রহমান ও তার স্ত্রী আক্তারি বিবির ।
বিগত দিনেও সেই ১৬ শতক জায়গা নিয়ে ঝামেলা হয়েছে দুই প্রতিবেশীর মধ্যে।
অভিযোগ গত কয়েকদিন আগে আবারও ওই তিন প্রতিবেশী আনিসুর রহমানের জায়গা দখল করার উদ্দেশ্যে আসে। কিন্তু সেখানে আনিসুর রহমানের স্ত্রী তিন প্রতিবেশী মাসিদুর রহমান, ওবাইদুর রহমান ও মমিনুর রহমান কে জায়গা দখল করতে বাধা দিলে শুরু হয় বচসা।
অভিযোগ,ওই তিনজন বাড়ি ভাঙচুর করে আনিসুরের। আনিসুরের স্ত্রী আক্তারি বিবি কে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
এরপর পুরো ঘটনা নিয়ে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ করে আনিসুরের পরিবার।
ঘটনার ভিডিও দেখলেই আতকে উঠছেন অনেকেই।
পুরো ঘটনার তদন্তে হরিরামপুর থানার পুলিশ

