দক্ষিণ দিনাজপুর ।জমিতে জল দেওয়ার ঘটনায় গোলমাল দুই পক্ষের গোলমালের ঘটনায় একপক্ষে একজন গুরুতর আহত হল।ঘটনাটি গঙ্গারামপুরের থানার ধলদীঘি এলাকায়।আহত গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন।পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
জানা গিয়েছে গঙ্গারামপুর থানার ধলদীঘি এলাকায় জমিতে জল দেওয়া বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয় lযে ঘটনাকে কেন্দ্র করেই উভয় পক্ষের মধ্যে গোলমাল শুরু হয়।একপক্ষের আহত হওয়া ওই ব্যক্তির নাম রশিদুল মিয়া বাড়ি ধলদিঘী বেসিস স্কুল পাড়া এলাকায়। বর্তমানে তার চিকিৎসা চলছে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে l এবিষয়ে আহত ভাই জানিয়েছেন ,বিনা কারনে দাদাকে মারধর করেছে ।আমরা চাই দোষীদের কঠোর শাস্তি হোক। গঙ্গারামপুর থানার পুলিশ শুরু করেছে

