জমিতে গরু ঢুকা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বচসা বচসার জেরে মাথা ফাটলো প্রতিবেশীর মহিলার

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 হরিরামপুর দক্ষিণ দিনাজপুর ২৯ই এপ্রিল: —————-চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্র গ্রামে। জানা গিয়েছে গত দুদিন আগে আজাদ আলীর জমিতে প্রতিবেশীর মঞ্জুয়ারা খাতুনের গরু ঢুকেছিল যার ফলে যার ফলে আজাদ আলী ,আকবর আলী, বাদশা আলী ,সেই গরুকে কেন্দ্র করে প্রতিবেশী মহিলা মুঞ্জুয়ারা খাতুনের সঙ্গে তর্কাতর্কি শুরু করে তর্কাতর্কি করতে করতেই শুরু হয় বচসা, বচসার জেরে হঠাৎ এই অভিযোগ রুমা আফরোজ ও তামিয়া খাতুনের অভিযোগ হঠাৎ এই আজাদ আলী আকবর আলী,ও বাদশা আলিরা লাঠি সোটা বাস ও লোহার রোড নিয়ে এসে মহিলাদের উপর আক্রমণ করে আক্রমণের জেরে ঘটনায় মাথা ফাটিয়ে দেয় ওই মহিলাদের পাশাপাশি বাড়ির অন্যান্য সদস্যদের বলে অভিযোগ রুমা আফরোজ তামিয়া খাতুন ও মাগফেরা খাতুনের। যে ঘটনায় রক্তাক্ত হয়ে পড়ে ওই মহিলা মঞ্জুয়ারা খাতুন সহ আহতরা তড়িঘড়ি তাদেরকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করলে বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে । যে ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছে রুমা আফরোজ, মাগফেরা ও তামিয়া খাতুনেরা । তারা চাইছে আইনিভাবে অভিযুক্তরা শাস্তি পাক, পাশাপাশি তাদের আরো অভিযোগ পুরো বিষয় নিয়ে হরিরামপুর থানার পুলিশ তেমন কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে অভিযোগ ওই রুমা আফরোজ ও তামিয়া খাতুনের তারা চাইছে প্রশাসন বিষয়টির উপর নজর দিক।

এবিষয়ে রুমা আফরোজ ও তামিয়া খাতুন ওই অভিযুক্ত আজাদ আলী বাদশা আলী আকবর আলীর বিরুদ্ধে অভিযোগ করে জানিয়েছেন, একটি ছোট বাছুর তাদের জমিতে যায় ,তাদের জমিতে যাওয়াই আজাদ আলী আকবর আলীরা তাদের ছোট বাছুরকে আটকে রেখে তাদের সঙ্গে বচসা শুরু করে ওই ছোট বাছুর ছাড়াতে গেলে তাদের উপর বাস ও লোহার রোড দিয়ে মারধর করে তাদের হাসপাতালে ভর্তি করে দেয়।

যদিও অভিযুক্ত আজাদ আলী ও আকবর আলীরা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, আমরা কাউকে মারতে চাইনি, বরং তারাই আমাদেরকে মারতে এসেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *