বৃহস্পতিবার বিকেলে বালুরঘাট হাই স্কুলের মাঠে এই মেলার শুভ সূচনা হয়েছে । অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন শ্রমিক ও তাদের পরিবারদের আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। পাশাপাশি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, লেবার কমিশনার জবায়েদ আক্তার, পরিযায়ী শ্রমিক বোর্ডের আধিকারিক সহ একাধিক বিশিষ্টজন।
জানাগেছে, নির্মাণ, পরিবহন সহ বিভিন্ন অসংগঠিত শিল্প ও স্বনিযুক্তি পেশায় কর্মরত নথিভুক্ত শ্রমিকদের রাজ্য সরকারের তরফে আর্থিক সহায়তা প্রদান প্রকল্প মেলায় তুলে ধরা হয়। যেখানে ভবিষ্য নিধি প্রকল্পের মাধ্যমে শ্রমিকরা পূর্ণ মেয়াদ অর্থাৎ ১৮ থেকে ৬০ বছর শেষে আড়াই লক্ষ টাকারও বেশি পাবেন। পেনশন হিসেবে নির্মাণ কর্মী ও পরিবহনকর্মীরা মাসিক ন্যূনতম দেড় হাজার ও এক হাজার টাকা অর্থ সাহায্য পাওয়ার কথা তুলে ধরা হয়েছে।

