উল্লেখ্য আগামী দশই নভেম্বর ধুমধাম এর সঙ্গে করা হয়েছে জগদ্ধাত্রী পুজো, এই পুজো উপলক্ষে প্রতিবছর বিভিন্ন রকমের সামাজিক কাজকর্ম করে থাকেন ক্লাব কর্তৃপক্ষরা, যেমন জগদ্ধাত্রী পূজা উপলক্ষে করা হয় বস্ত্র বিতরণ,এছাড়াও পুজো দেখতে আসা সাধারণ মানুষজনদের মধ্যে করা হয় গাছ বিলি, সাধারণ মানুষজনদের কথা মাথায় রেখে শনিবার রক্তদান শিবিরের আয়োজন করলেন জোড়দিঘী প্রগতি সংঘ ক্লাবের সদস্যরা। এদিন বেলা ১১ টা নাগাদ শুরু হয় রক্তদান শিবির, এরপর এক এক করে প্রায় ৫০ জনেরও বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন। এদিন সেখানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি শংকর ঘোষ, ক্লাব সেক্রেটারি বনমালী কুন্ডু, ক্লাবের কোষাধ্যক্ষ সমীর শীল, ক্লাব সদস্য বিশ্বজিৎ বাগচি ও সুব্রত কর্মকাররা।
এ বিষয়ে এক ক্লাব সদস্য বিশ্বজিৎ বাগচি জানিয়েছেন, আগামী দশই নভেম্বর আমাদের জোড়দিঘী প্রগতি সংঘ ক্লাবের পক্ষ থেকে প্রতিবছরের মত এ বছর জগদ্ধাত্রী পূজা করা হয়। এই পূজা উপলক্ষে প্রতিবছর আমরা পুজোর পাশাপাশি বিভিন্ন রকমের সামাজিক কাজকর্ম করে থাকি,যেমন দুস্থদের বস্ত্র বিতরণ, গাছ বিলি, অসহায় দরিদ্র মানুষজনদের যেকোনো সময় যে কোনো ধরনের সহযোগিতা লাগলে আমাদের ক্লাবের সদস্যরা সব সময় চেষ্টা করেন পাশে থাকার ও সহযোগিতা করার। আর সেই লক্ষেই আমরা পূজোর পাশাপাশি আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। আমাদের ক্লাব সদস্যরা ছাড়াও প্রায় ৫০ জনেরও বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন। ধন্যবাদ জানাই তাদের। এই রক্তদানের ফলে বহু মুমূর্ষ রোগী তাদের জীবন ফিরে পাবে। এই ধরনের সামাজিক কাজকর্ম আগামী দিনে আমরা করে থাকবো।

