নিখোঁজ সংবাদ নিখোঁজ সংবাদ
ছবিটি হানুফা বেওয়ার,বয়স(৬০) বছর। লম্বায় ৫ফিট,গায়ের রং পরিস্কার।হারিয়ে যাবার সময় তাঁর পড়নে ছিল শাড়ি।সে 24/05/2023 তারিখ বুধবার বিকেল থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার রসিদপুর এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় হানুফা বেওয়া নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা। এব্যাপারে থানায় নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদি কেউ তাঁর খোঁজ পান তাহলে স্থানীয় বংশীহারী থানায় যোগাযোগ করুন। অথবা 7797192396 নম্বরে যোগাযোগ করুন।

