বালুরঘাট——————- রাত পোহালেই আপামর সকলেই মেতে উঠবে ছট পূজায়।সেই পুজোর নদী ঘাটের পরিকাঠামো বিষয় খোঁজখবর নিলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। ছট পূজার আগে ঘাট পরিদর্শনে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র।এদিন চেয়ারম্যান আশ্রম ঘাট পরিদর্শন করেন তার সঙ্গে ছিলেন বিশিষ্টজনেরা।
সেই উপলক্ষে শনিবার গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র গঙ্গারামপুর আশ্রম ঘাট ও ধোপাঘাট পরিদর্শন করেন। পূজার আগে ঘাটগুলির পরিকাঠামো ও পরিচ্ছন্নতার ব্যবস্থা পর্যালোচনা করেন তিনি।
গঙ্গারামপুর পুরসভা চেয়ারম্যান প্রশান্ত মিত্র ঘাটে উপস্থিত পুর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং চলমান প্রস্তুতি কার্যক্রমের খুঁটিনাটি খতিয়ে দেখেন। তিনি নিশ্চিত করেন যে, পূজার দিন ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয়, সেদিকে পৌরসভা বিশেষ নজর দিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাট এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং আলোকসজ্জার কাজ দ্রুতগতিতে চলছে। পৌর প্রশাসনের তরফে জানানো হয়েছে, ছট পূজার দিন পর্যাপ্ত আলো, পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা রাখা হবে। এদিন প্রশান্ত বাবু বলেন,”ধর্ম যার যার উৎসব সবার।সকলে যেন ছট উৎসবের আনন্দে সামিল হোক সেই জন্য পরিকাঠামো দেখতে আসা হয়েছিল।” আশ্রম ঘাট ছট পুজো উৎসব কমিটির কর্মকর্তা বলেন,”উৎসবটি যেন সকলেই ভালোমতো পালন করতে পারেন তার জন্য সমস্ত উদ্যোগ না হয়েছে। সোম ও মঙ্গলবার আরশাম ঘাটে আসার জন্য সকলকে আমন্ত্রণ জানাই।”

