চোপড়ায় গুলিতে আহত এক ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে।পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নের সময় সন্ত্রাস এবার আছড়ে পরল উত্তরবঙ্গে

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

চোপড়ায় গুলিতে আহত এক ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে।পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নের সময় সন্ত্রাস এবার আছড়ে পরল উত্তরবঙ্গে।উত্তর দিনাজপুরের চোপড়ায় মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সিপিএম কংগ্রেসের সঙ্গে রাজ্যের শাসকদলের সংঘর্ষ ঘটে।ওই ঘটনায় আহত একজনকে উন্নত চিকিৎসার স্বার্থে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়।নৈমূল হক নামে গুলিতে আহত এক ব্যক্তিকে বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়।তার হাতে গুলির ক্ষত রয়েছে।হাসপাতালে যাওয়ামাত্রই তাকে আইসিইউতে ভর্তি করা হয়।সাংবাদিকদের মুখোমুখি হয়ে নৈমুল হক বলেন,”আমার স্ত্রী প্রার্থী হয়েছে।ওর মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলাম।সেই সময় গুলি চলে।আমার ভাইপোর গুলি লাগে ও মারা যায়।সামনে থাকা আরও তিনজনকে বেধড়ক মারধর করা হয়েছে।”পাশাপাশি চোপড়ায় গুলিতে আহত এক ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হল শিলিগুড়িতে।উত্তর দিনাজপুরের চোপড়ায় মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সংঘর্ষ।চললো গুলি।তাতে গুরুতর আহত একজনকে ভর্তি করা হল শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে।ওই ব্যক্তির নাম মনসুর আলম।বৃহস্পতিবার বিকেলে তাকে শিলিগুড়ির বর্ধমান রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।তার মাথায় গুলির ক্ষত রয়েছে বলে জানা যায়।বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *