পুলিশের কাছে খবর ছিল বিহার থেকে একটি চুরির চারচাকা গাড়ি এ রাজ্যে ঢুকছে বিক্রির উদ্দেশ্যে।সেইমতো শুক্রবার ভোরে ফুলবাড়িতে নাকাচেকিং চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।গাড়িটি ফুলবাড়ীতে এলে পুলিশ গাড়িটি আটক করে।চালক কোনরকম বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেফতার করা হয় তাকে।জানা গেছে ধৃত ব্যক্তি লক্ষণ যাদব,সে বিহারের বাসিন্দা।পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে গাড়িটি বিহার থেকে চুরি করে জলপাইগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

