চোপড়া থানার চুয়াগাড়ি চৌরঙ্গী মোড় এলাকার ভাস্কর সিংহের চা বাগানের রাসায়নিক সামগ্রীর দোকানে চুরির ঘটনা ঘটে। দোকানদার ভাস্কর সিংহ জানান,প্রতিদিনের মতো এদিনও সকালে তার কর্মচারী দোকান খুলতেই দেখেতে পান দোকানে চুরি হয়েছে। দোকানের প্রায় পাঁচ লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে বলে ভাস্কর সিংহ জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

