চিঙ্গিশপুরে মাদক পাচারের রমরমা! বিএসএফের জালে যুবক, উদ্ধার ৪৮০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ৩ সেপ্টেম্বর –—– দক্ষিণ দিনাজপুরের সীমান্তঘেঁষা চিঙ্গিশপুর—কিছুদিন ধরেই এই গ্রাম ক্রমশ মাদক পাচারের অন্যতম আস্তানা হয়ে উঠছিল। সীমান্ত পারাপারের জন্য কুখ্যাত এই অঞ্চল এবার জড়িয়ে পড়ল চাঞ্চল্যকর ঘটনায়। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে তৎপর হয় সীমান্তরক্ষী বাহিনী। টানা দুই দিন টহল ও তল্লাশির পর অবশেষে সাফল্য মেলে। উদ্ধার হয় প্রায় ৪৮০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। ধরা পড়ে সুবেন পাহান নামে এক যুবক। বিএসএফ সূত্রে খবর, ধৃতের বাড়ির পাশের গোপন জায়গা থেকেই উদ্ধার করা হয়েছে ওই বিপুল পরিমাণ নেশাজাতীয় মাদক।

এরপরেই ধৃতকে বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের তরফে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জেরা শুরু হয়েছে এবং ধৃতের কাছ থেকে চক্রের মূল সূত্রধরদের নাম বের করার চেষ্টা চলছে। একইসঙ্গে বিএসএফও এই ঘটনার তদন্তে নেমেছে। প্রশাসনের অনুমান, সীমান্তঘেঁষা এলাকায় বহুদিন ধরেই সক্রিয় রয়েছে একাধিক মাদক চক্র। সুবেন পাহান শুধুই একজন পুতুল, এর পেছনে জড়িয়ে থাকতে পারে বড়সড় নেটওয়ার্ক।

স্থানীয় বাসিন্দাদের দাবি, চিঙ্গিশপুর গ্রাম বহুদিন ধরেই মাদক পাচারের আঁতুড়ঘর হয়ে উঠেছিল। মাঝেমধ্যেই পাচারকারীদের গতিবিধি চোখে পড়লেও হাতেনাতে ধরা যাচ্ছিল না। বিএসএফের এই সাফল্যে সাময়িক স্বস্তি মিললেও, গ্রামে এখন প্রশ্ন—কবে থামবে এই অবৈধ ব্যবসা? বৃহস্পতিবার ধৃতকে আদালতে পেশ করা হবে। তার জেরায় নতুন নতুন তথ্য উঠে আসার সম্ভাবনা প্রবল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *