চলছে ৮১ নং জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ।জাতীয় সড়ক অর্ধসমাপ্ত ও কর্দমাক্ত থাকায় আটকে গেল দমকলের ইঞ্জিন।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য

মালদা:২৮ মার্চ;সোমবার গভীররাতে ঘটনাটি ঘটেছে চাচল,হরিশচন্দ্রপুর-৮১ নং জাতীয় সড়কের রহমতপুর এলাকায়।বাসিন্দারা অভিযোগ করছে,রাস্তার দুইপাশেই মাটি খুঁড়ে রেখেছে ঠিকাদার কর্তৃপক্ষ।সামান্য বৃষ্টিতে তা কাদায় পরিণত হয়।ফলে দমকল থেকে শুরু করে অ্যাম্বুলেন্স বিভিন্ন যানবাহন আটকে পড়ছে ওই রাস্তায়।বাসিন্দাদের আরোও অভিযোগ,অনিয়মভাবে কাজ করছে সড়ক কর্তৃপক্ষ।দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ওই রাতে তুলসিহাটার দুটি এলাকায় আগুনের ঘটনা ঘটে।তুলশিহাটা অগ্নিনির্বাপক কেন্দ্রে পর্যাপ্ত কর্মী না থাকায় চাঁচল অগ্নিনির্বাপক কেন্দ্র থেকে ইঞ্জিন নিয়ে রওনা দেয় দমকলকর্মীরা।মাঝপথে আটকে পড়ে গাড়ি।ফলে অনেকটা সময় ব্যয় হওয়ায় ইঞ্জিন রেখে অন্য গাড়িতে তুলশিহাটায় যান চাঁচলের দমকল কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *