গঙ্গারামপুর,দক্ষিণ দিনাজপুর ; এবারে ৫৫ তম বর্ষে পদার্পণ করলো তরুণের আহ্বান ক্লাবের কালীপুজো।এদিন রীতিনীতি মেনে ক্লাব প্রাঙ্গনে খুঁটি পূজার আয়োজন করা হয়। উপস্থিত রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, ক্লাবের অন্যতম সদস্য দেবু বাগচী, বাবুন পাল, রাজু চৌধুরী সহ অন্যান্যরা।
ক্লাব সূত্রে খবর এবারে ৫৫ তম বর্ষে সোনার কলস থিম তুলে ধরতে চলেছে এই ক্লাব।যা জেলাবাসীর নজর কাড়বে বলে মনে করছেন ক্লাব কর্মকর্তারা।
জেলার বিগ বাজেটের কালীপুজো গুলোর মধ্যে অন্যতম গঙ্গারামপুরের তরুণের আহ্বান ক্লাবের কালীপুজো। বরাবরই নিত্যনতুন থিম তুলে ধরে জেলাবাসির নজর করে এই ক্লাব। এবারে ৫৫ তম বর্ষে পদার্পণ করল তরুণের আহ্বান ক্লাবের কালীপুজো। সোমবার চতুর্থীর দিনে খুঁটিপূজার মধ্যদিয়ে শুরু হল এই ক্লাবের প্যান্ডেল ও প্রতিমা তৈরীর কাজ।

