ঘন্টার পর ঘন্টা রোদে দাড়িয়ে থাকার পর মিলছে বহি:বিভাগে চিকিৎসা পরিষেবার পাবার টিকিট।এনিয়ে ক্ষোভ বাড়ছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আসা মানুষজনের।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল।শুধু গঙ্গারামপুরের মানুষই নয়। জেলার তপন,কুমারগঞ্জ,বালুরঘাট,বংশীহারী,কুশমন্ডি,হরিরামপুর ব্লকের বহু মানুষ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসেন। পাশাপাশি জেলার বাইরে মালদা জেলার নালাগোলা,পাকুয়াহাট,দেওতলা,এবং উত্তর দিনাজপুর জেলার ফতেপুর,কালিয়াগঞ্জ থেকে বহু রোগীরা গঙ্গারামপুর চিকিৎসা পরিষেবা নিতে আসেন। এসময় জ্বর,সর্দি,কাশির উপসর্গ দেখা দিচ্ছে। তাই প্রতিদিম বহু মানুষ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের বহি:বিভাগে ডাক্তার দেখাতে আসছেন। আর ডাক্তার দেখানোর জন্য বহি:বিভাগে টিকিট কাটতে রোদে দাঁড়িয়ে আসতে হচ্ছে। এনিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার অসুস্থ বোধ মনে করছেন।
গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের বহি:বিভাগে ডাক্তার দেখাতে আসা গৃহবধূ রিতা সরকার বলেন,গত কয়েকদিন ধরে আমার ছেলের জ্বর,সর্দি,কাশি। ছেলেকে ডাক্তার দেখানোর জন্য গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বহিঃ বিভাগে ডাক্তার দেখাতে এসেছি। বহি: বিভাগে ডাক্তার দেখানোর জন্য টিকিট কাটতে রোদের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থাকতে হচ্ছে। রোদে দাঁড়িয়ে থাকায় ছেলের সঙ্গে সঙ্গে আমিও অসুস্থ বোধ মনে করছি।
গৃহবধূ মালতি সরকার জানান হাসপাতালের বহিঃ বিভাগে সামনে দীর্ঘ লাইন পড়লেও কোনো শেড নেই। ডাক্তার দেখানোর জন্য টিকিট কাটতে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তিনি বলেন, প্রায় ১ ঘন্টা হল রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে মাথা ব্যাথা হচ্ছে। শেড হলে আমার মত আর কাউকে রোদে দাঁড়িয়ে থাকতে হবে না।
এবিষয়ে ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র বলেন,গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের বহিঃ বিভাগে সামনে রোদে দাড়িয়ে টিকিট কাটার বিষয়টি সামনে এসেছে। এতে হাসপাতালে আসা মানুষের অসুবিধা হচ্ছে । দ্রুত সেই সমস্যা সমাধান আমরা করব।
জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন,হাসপাতালের বহিঃ বিভাগে চিকিৎসা পরিষেবা নিতে আসা মানুষজনকে যেন রোদে মধ্যে লাইন দিতে না হয়। সেজন্য আমরা দ্রুত শেড তৈরি করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *