মালদা:——––
এদিন যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন মালদা বিজেপি সাংগঠনিক সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল,দক্ষিন মালদা বিজেপি সাংগঠনিক সংখ্যা লঘু মোর্চার সভাপতি আব্দুর সালাম সহ বিজেপি নেতৃত্ব।জানা গেছে,এদিন মানিকচকের এনায়েতপুর অঞ্চল থেকে প্রায় ৫০ জন সক্রিয় তৃণমূল নেতা-কর্মীরা বিজেপিতে যোগদান করেন দাবি বিজেপি নেতৃত্বের।এই যোগদান আগামী গ্রাম পঞ্চায়েত ভোট বাড়তি অক্সিজেন পাবে বলে জানান বিজেপি সংখ্যা লঘু মোর্চা সভাপতি আব্দুর সালাম।

