মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের যাদববাটি গ্রামের দরিদ্র সাধারণ মানুষদের স্বাস্থ্যের কথা ভেবে কলকাতা থেকে তিনজন চিকিৎসকের পাশাপাশি জেলার চিকিৎসকদের নিয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয় তাদের। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে এমন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ পেয়ে খুশি হয়েছেন ওই এলাকার পরিষেবা নিতে আসা সাধারণ মানুষেরা। এদিন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর উপস্থিতিতে করা হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি।

