গ্রামবাসীরা একত্রিত হয়ে ভোট বয়কটের ডাক দিয়েছেন। সালিশি করে নিদানও দিয়েছেন গ্রামবাসীরা কেউ ভোট দিতে গেলে দিতে হবে ২০হাজার টাকা জরিমানা

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

ভোট দিলে দিতে হবে জরিমানা।দশ হাজার টাকা জরিমানার নিদান দিয়েছেন গ্রামবাসীরা। গ্রামে সালিশি করে গ্রামবাসীরা এমন নিদান দেওয়া হয়েছে। ঘটনাটি মালদার গাজল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এই অঞ্চলে বড় জগদীশপুর ,দোআঁশ এলাকায় নেই কোন পাকা রাস্তা। সামন্য বৃষ্টিতেই চলাফেরার অযোগ্য হয়ে ওঠে এই রাস্তা। দীর্ঘ ৫০বছরের বেশী সময় ধরে পরিস্থিতি পরিবর্তন হয় নি। নেই পানীয় জলের ব্যবস্থা। পুকুরের জল একমাত্র ভরসা। বহুবার আবেদন করা হয়েছে পঞ্চায়েত থেকে গাজল ব্লকে। আন্দোলনও হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয় নি। ভোট আসলেই রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়ে যান। ভোট মিটতেই কথা রাখেন না কেউ। তাই এবার গ্রামবাসীরা একত্রিত হয়ে ভোট বয়কটের ডাক দিয়েছেন। সালিশি করে নিদানও দিয়েছেন গ্রামবাসীরা কেউ ভোট দিতে গেলে দিতে হবে ২০হাজার টাকা জরিমানা। এলাকার বাসিন্দা সন্তোষী মন্ডল বলেন এমন পরিস্থিতি দীর্ঘদিনের। তাই এবার এমনই ভাবনা।গ্রামের আরো এক বাসিন্দা বলেন ৪৫বছর ধরে বসবাস করছি। চারিদিকে বড় বড় ঝা চকচকে রাস্তা হয়েছে। কিন্তু তাদের গ্রামের হাল আজও ফেরে নি। বর্ষাকালে দুর্বিসহ হয়ে ওঠে এএ পথ দিয়ে চলতে। আজ তাই পথে নেমেই ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *