তপন: রবিবার দুপুর আনুমানিক ১২ টা নাগাদ তপন ব্লকের ১১ নম্বর গোফানগর গ্রাম পঞ্চায়েতের সনকইরে দলীয় কার্যালয়ে এই কর্মীসভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন কিষান ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেস কমিটির জেলা সভাপতি আবু হায়দার আলী, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুব্রত ধর, কিষান ক্ষেতমজদুরের ব্লক সভাপতি ঝন্টু মণ্ডল, অঞ্চল সভাপতি সালাম আলী, অঞ্চল তৃণমূল সভাপতি গোবিন্দ তিরকী সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা।
জানা যায়, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এলাকায় সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এদিনের এই কর্মসূচি। এদিনের কর্মীসভার মধ্যে দিয়ে কিষান ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেসের গোফানগর অঞ্চল কমিটি এবং ওই অঞ্চলের ১১টি বুথ কমিটি গঠন করা হয় এবং তাদের নাম ঘোষণা করা হয়।

