গোপন সুত্রে খবর পেয়ে অবৈধভাবে মাটি কাটার কাজ রুখে দিল পুলিশ

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা,১০ মার্চ :—————–———
রবিবার দিন ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কোলহা গ্রামে। মাটি মাফিয়ারা প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধভাবে মাটি কাটার কাজ করছিলো।আর সেই খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসির দেওদূত গাজমের এর নির্দেশে ঘটনাস্থলে গিয়ে দুটি ট্রাক্টর এবং দুইজন ব্যাক্তিকে আটক করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
এঘটনা নিয়ে তৃণমুল নেতাদের দাবি, কংগ্রেস, সিপিআইএম ও বিজেপির জোট পরিচালিত ভিঙ্গল পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে অবৈধ ভাবে মাটি কাটার কাজ চলছে।যদিও কংগ্রেস নেতার দাবি করেন, তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন,অবৈধ কাজকে আমরা সমর্থন করি না।
অবৈধ কাজ চললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁচল মহকুমার ভূমি দফতরের আধিকারিক।

অবৈধ মাটি কাটাকে নিয়ে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ মহালদার বলেন,সিপিএম,কংগ্রেস ও বিজেপির নেতারা বলে বেড়াচ্ছেন তৃণমূলের নেতারা নাকি মাফিয়া।আজকে সিপিএম,কংগ্রেস ও বিজেপির পরিচালিত ভিঙ্গল্ গ্রাম পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বেই চলছে অবৈধভাবে মাটি কাটার কাজ।তৃণমূল কংগ্রেস সব সময় অন্যায়ের প্রতিবাদ করেছে।অবৈধভাবে মাটি কাটার কাজকে কখনো সমর্থন করবে না তৃণমূল।কিন্তু ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে যা হচ্ছে প্রধানের মদতেই হচ্ছে।আমরা এর নিন্দা জানাচ্ছি।

যদিও হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি তথা ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি বিমান বিহারি বসাক বলেন,বিরোধিরা যা বলছে তা ভিত্তিহীন।যখন মাটি মাফিয়াদের দৌরাত্ম্য চলছিল তখন আমি কিন্তু ৩৬ টা ট্রাক্টর ও ৩টা জিসিবি আটক করিয়েছিলাম।অন্যায়কে কোনদিন সমর্থন করি নি এবং করবোও না।সামনে ভোট আসছে, তৃণমুল নেতারা নিজেদের হাল ফেরাতে এগুলো মিথ্যা অভিযোগ করছে।তবে অবৈধ ভাবে মাটি কাটার কাজকে আমরা সমর্থন করি না।রাজ্যের সবাই জানে কোন দল মাফিয়াদের সাথে জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *