গোপনসূত্রে খবর পেয়ে দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থানার পুলিশ

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর,১৫ অক্টোবর :——————–—-  জানা গিয়েছে গত দুইবছর আগে সীমান্তের বেড়া টপকে ধৃত দুই বাংলাদেশি যুবক হরিযানায় পাড়ি দিয়েছিল। সেখানে থাকার পর এদিন গঙ্গারামপুর আসে। গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুর এলাকায় ঘোরাঘুরি করছিল। অপরিচিত যুবকদের উদেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় এলাকার মানুষের খবর দেওয়া হয় থানায়।গোপনসূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ জাহাঙ্গীরপুরে পৌঁচ্ছে দুই যুবককে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন,আসিক ইসলাম (২৪),মহম্মদ আলমগীর (২৫)। তাদের বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার বচাগঞ্জ থানার সাদামহল ও বীরগঞ্জে। পুলিশ জানিয়েছে,অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *