মালদার । ১৪ ই নভেম্বর এ রাস উৎসবের শুভ সূচনা হয় প্রায় ১৫ দিন ধরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস উৎসব অনুষ্ঠিত হয়। গাজোল রাস উৎসবের সবচেয়ে আকর্ষণীয় জীবন্ত ট্যাবলো অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার রাত্রে। এ জীবন তো ট্যাবলো প্রতিযোগিতা দেখার জন্য গাজোল শহরের দুই রাস্তার পাশ দিয়ে দর্শকরা দাঁড়িয়ে জীবন্ত ট্যাবলার আনন্দ উপভোগ করেন । ভাই এই দিন গাজোল শহরে ৫০ হাজার লোকের বেশি দর্শকের সমাগম হয়। গাজোল কদুবারি মোড় জয়শ্রী লজের সামনে থেকে এ জীবন্ত ট্যাবলো শুরু হয়ে গাজোল থানা মোড় হয়ে করলা ভিটা মোর হয়ে গাজোল বিদ্রোহী মোড় হয়ে বামন গোলা মোর বামন গোলা মোড় থেকে পুনরায় ঘুরে আবার বিদ্রোহী মোড় হয়ে গাজোল ব্লকের সামনে একটি মঞ্চ করা হয় সে মঞ্চে থেকে অতিথিরা প্রতিযোগিতার বিচার করেন। উপস্থিত ছিলেন গাজোল বিডিও সুদীপ্ত বিশ্বাস রাস কমিটির সম্পাদক বিধানচন্দ্র রায় সহ অন্যান্য অতিথিবর্গ। গাজোল হসপিটাল মোড় গিয়ে এ রাস উৎসব শেষ হয়। এই ট্যাবলতে ৫৩ টি দল অংশগ্রহণ করেন। এক একটি দল এক এক রকমের দৃশ্য নিয়ে জীবন্ত ট্যাবলু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কেউ গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ গদাধর শ্রীবাসাদি অদ্বৈত এছাড়াও রাধা কৃষ্ণ সহ নানা জীবন্ত ট্যাবলো সাজেন। গাজোল সার্বজনীন রাস কমিটির পক্ষ থেকে প্রত্যেকটি দলকে ৪০০০ করে টাকা এবং প্রথম দলকে প্রথম পুরস্কার ১২ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার 9000 টাকা দেওয়া হবে। আজ এ সার্বজনীন রাস উৎসব উপলক্ষে মহাপ্রভুর ভোগ অনুষ্ঠিত হবে প্রায় ৩০ হাজার লোকের সেবার ব্যবস্থা করা হয়েছে বলে জানান গাজোল রাস কমিটির সম্পাদক বিধানচন্দ্র রায়। এ রাস উৎসব উপলক্ষে আজ রাত্রে যাত্রাপালা অনুষ্ঠিত হবে।

