মালদা , ১৭ জুলাই :——— গাজোলে দুটি মোটর বাইকে মুখোমুখি সংঘর্ষে জখম হলো একদম দম্পতি ও তাদের এক নাবালক সন্তান। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গাজোল থানার ধর্মতলা মোড়ের ৮১ নম্বর জাতীয় সড়কে। আহত দুইজনে চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম উৎপল প্রামানিক ও উর্মিল প্রামানিক। তাদের এক নাবালক সন্তানও জখম হয়েছে। এদিন কদুবাড়ী এই এলাকার ৮১ নম্বর জাতীয় সড়কের একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই দম্পতির মোটর বাইকে ধাক্কা মেরে তাতেই গুরুতর জখম তিনজন।

