বংশীহারী গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ৭০ বছরের বৃদ্ধ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত কুশুম্বা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই বৃদ্ধার নাম প্রশন্ন সরকার বয়স ৭০ বছর। বাড়ি থেকে কিছুটা দূরে চাদর দিয়ে আমগাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতিক করে এই বৃদ্ধ। সকালে স্থানীয় লোকজনরা দেখতে পেলে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। খবর পেয়ে ছুটে যায় বংশীহারী থানার পুলিশ। পুলিশ সেই বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে আসে রশিদপুর গ্রামীণ হাসপাতালে। হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন। তবে কি কারণে এরকম দুর্ঘটনা ঘটিয়েছে, তা এখনো অজানা পরিবারসহ এলাকার লোকজনদের। পুরো ঘটনায় পরিবারসহ এলাকা জুড়ে ছায়া নেমে এসেছে।

