গরিব মানুষের আবাস যোজনা এবং ১০০ দিনের টাকা পাওয়ার দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মোটর বাইক র্যালির মাধ্যমে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে মালদা জেলা তৃণমূল নেতৃত্ব।
এই প্রতিবাদ মিছিল গত ২৭ শে জানুয়ারি শুরু হয় এবং আজ অর্থাৎ সোমবার বিকেলে প্রতিবাদ মিছিলের বাইক র্যালি সাহাপুরের সেতু মোড়ে এসে সমাপ্ত হয় ।
এদিন এই বাইক র্যালি অনুষ্ঠানে তৃণমূল কর্মীদের স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমর মুখার্জী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, পুরাতন মালদা ব্লক তৃণমূলের সভাপতি রবিন দাস , পুরাতন মালদা বর্ষিয়ান তৃণমূল নেতা তথা কাউন্সিলার বিভূতিভূষণ ঘোষ সহ শহর এবং গ্রামীন তৃণমূল নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গেছে গত ২৭ জানুয়ারি এই বাইক র্যালিটি মালদার গাজোল থেকে শুরু হয় এবং হবিপুর হয়ে সোমবার বিকেলে পুরাতন মালদার মুচিয়া এলাকাই প্রবেশ করে। মুচিয়া থেকে তৃণমূল নেতৃত্বরা বাইক র্যালি কে স্বাগত জানিয়ে র্যালিটি মালদা নালাগোলা রোড পরিক্রমা করে সাহাপুর সেতু মোড়ে প্রতিবাদ মিছিলের বাইক র্যালিটি সমাপ্ত হয়।
এদিন এই বাইক র্যালি কর্মসূচিতে পুরাতন মালদা তৃণমূলের ব্লক সভাপতি রবিন দাস জানান, ভারতবর্ষের বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল কারণ আমাদের রাজ্যের গরিব মানুষের আবাস যোজনার ঘর এবং ১০০ দিনের টাকা ইচ্ছা করে আটকে রেখেছে মোদি সরকার তাই এই বকেয়া টাকা পাওয়ার দাবিতে এই বাইক র্যালির মাধ্যমে আমাদের এই প্রতিবাদ মিছিল।

