গনেশ চতুর্থীতে মাতলেন গঙ্গারামপুর শহরের এক দল যুবক

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর,১৯ সেপ্টেম্বর : ————-এক দিকে যখন বিশ্বকর্মা পুজো ফিকে হচ্ছে। সেসময় যুগের সঙ্গে তাল মিলিয়ে গনেশ চতুর্থীতে মাতলেন গঙ্গারামপুর শহরের এক দল যুবক। গনেশ ঘিরে সকাল থেকে জমজমাট হয়ে উঠেছে শহরের স্কুল রোড় এলাকা।
একটা সময় গঙ্গারামপুরে বিভিন্ন ইউনিয়ন গুলির তরফে বিশাল আকারের প্যান্ডেল তৈরি করে বিশ্বকর্মা পুজো করা হত। লাগানো হত বিভিন্ন লাইট। কলকারখানা গুলিতে ধুমধাম সহকারে পুজো হত। এখন সে সব ফিকে হতে বসেছে।
বিশ্বকর্মা পুজো ফিকে হলেও গনেশ চতুর্থীতে ঝুঁকছে শহরবাসী। গঙ্গারামপুর শহরের দমকল দপ্তর সংলগ্ন এলাকায় পাবলিক স্কয়ার নামে একটি সংস্থার পক্ষ থেকে এবারও গনেশ পুজোর আয়োজন করা হয়। মঙ্গলবার ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে পুজো মন্ডপের সূচনা করেন গঙ্গারামপুর পুরসভার পুর প্রধান প্রশান্ত মিত্র। হাজির ছিলেন পুজোর অন্যতম কর্মকর্তা সৌরভ কুন্ডু।গনেশ পুজোর পুজোর পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *