এই দিনটিকে সামনে রেখে ঐদিন একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রায়গঞ্জ মেডিকেল কলেজের নার্সিং স্টাফদের পক্ষ থেকে। যদি ওই নার্সিং স্টাফদের একটি কালচারাল গ্রুপ রয়েছে। বেশ কিছুদিন ধরে রিহার্সাল করেছে নানান অনুষ্ঠান। আজ নার্সেস ডে উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করলো রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সিং স্টাফরা। এদিন আব্দুল ঘাটা অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে শ্রদ্ধা জানানো হয় ফ্লোরেন্স নাইটেঙ্গেল কে। এরপর নাচে গানে মেতে ওঠেন সকলেই। উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ কৌশিক সমাজদার, উপাধ্যক্ষ প্রিয়ঙ্কর রায়। এছাড়া উপস্থিত ছিলেন নার্সিং সুপার অজন্তা রানী মজুমদার, নার্সিং জয়েন্ট সুপার মিঠু সেন শর্মা সহ অন্যান্যরা।

