হরিরামপুর দক্ষিণ দিনাজপুর ৩ ই এপ্রিল: ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার সুন্দেল গ্রামের।ওই নাবালিকার পরিবারের অভিযোগ গত মার্চ মাসের ১৫ তারিখে তার নাবালিকা মেয়েকে বাড়ি থেকে এক যুবক ফুসলিয়ে লখনৌতে নিয়ে যায় । যে ঘটনার পরিপ্রেক্ষিতে তারা হরিরামপুর থানায় তার নাবালিকা মেয়ের অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেন,ওই নাবালিকা মেয়েটি হরিরামপুরের বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের বেটনা রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করত। এরপরে হরিরামপুর থানার পুলিশ ওই নাবালিকা পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে, গত কাল লখনৌ থেকে ওই নাবালিকা মেয়েকে উদ্ধার করে হরিরামপুর থানার পুলিশ মহকুমা আদালতে পাঠিয়েছে। অন্যদিকে ধৃত ওই অভিযুক্ত যুবককে আটক করেছেন লখনৌ ও থানার পুলিশ, পুরো ঘটনার তদন্তে হরিরামপুর

