জলপাইগুড়ি:- জলপাইগুড়ির, নাগরাকাটা ব্লকের, বামনডাঙা চা বাগানের দুটি ডিভিশন রয়েছে। একটি বামনডাঙ্গা মেইন ডিভিশন, অন্যটি টুণ্ডু ডিভিশন। শনিবার মেইন ডিভিশনে শান্তিপূর্ণ ভাবেই কাজ চলে। গোল বাধে টুণ্ডু ডিভিশনে। গত বছরের বকেয়া বোনাস সহ এবছরের দুটি পাক্ষিক পারিশ্রমিক বকেয়া থাকায় বিক্ষোভে শামিল হয় টুন্ডু ডিভিশনের শ্রমিকরা। এদিন প্রথমে বাগানের অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা। পরে বাগান সংলগ্ন জেলা পরিষদের সড়ক অবরোধ করে, সড়কের ওপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা। শ্রমিকেরা চা পাতার গাড়িও আটকে দেন বলে অভিযোগ। তাদের অভিযোগ গত বছরের পূজোর বোনাস এখনো দেওয়া হয়নি। সেই সাথে চলতি বছরের দুটি পাক্ষিক পারিশ্রমিকও বকেয়া রয়েছে। সামনেই আসছে দীপাবলি উৎসব। এই মুহূর্তে শ্রমিকরা চাইছেন তাদের বকেয়া মিটিয়ে দেওয়া হোক। কিন্তু চা বাগান কর্তৃপক্ষের তরফে কোন সদর্থক ভূমিকা না নেওয়ায় এদিন বিক্ষোভ, আন্দোলন শুরু হয়। চা বাগান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কালীপূজোর আগে বকেয়া মিটিয়ে দেওয়ার ব্যাপারে শ্রমিকদের আগেই জানানো হয়েছিলো। কালীপূজোর এখনো দিন কয়েক দেরী আছে।মেইন ডিভিশনে কোনো সমস্যা নেই। আজই বকেয়া দিতে হবে বলে টুণ্ড ডিভিশনের শ্রমিকরা এদিন আচমকাই বিক্ষোভ দেখান।
যদিও বাগান কতৃপক্ষের কথা মানতে নারাজ শ্রমিকরা হুয়াশিয়ারি দিয়েছেন তাদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া না হলে আরও বৃহত্তর আন্দোলন হবে

