গত এক মাস আগে আয়োজিত ১৬ টিমের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো

প্রথম পাতা

হরিরামপুর:  শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুর গ্রামে ফাইনাল ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী দল কে পুরস্কৃত করা হবে ২৫ কেজি খাসি ও দ্বিতীয় স্থান অধিকারকারী বিজয়কে দেওয়া হবে ২০ কেজি খাস জোর কদমে চলছে দুই ফুটবল টিমের প্রতিযোগিতা।জানা গিয়েছে গত এক মাস আগে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুর যুব সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছিল একমাস ব্যাপী ১৬ টিমের ফুটবল প্রতিযোগিতা যে ফুটবল প্রতিযোগিতায় জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল টিমেরা অংশগ্রহণ করেছিলেন। শুক্রবার সেই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো এদিন ফাইনাল ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন খাড়ুয়া আদিবাসী যুব সংঘ ক্লাব ও বিশোহর ভবানীপুর একাদশ টিম খেলাই অংশগ্রহণ করেন । এদিন জোস চক্করে চলে দুই টিমের মধ্যে ফুটবল প্রতিযোগিতা বিজয়ী দলকে দেওয়া হবে ২৫ কেজি খাসি এবং দ্বিতীয় হিসাবে দলকে দেওয়া হবে ২০ কেজি খাসি এদিনের এই ফাইনাল ফুটবল প্রতিযোগিতা দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকাবাসীরা। এদিনের খেলায় উপস্থিত ছিলেন, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মনোজিৎ দাস, সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোয়ারা বেগম, সৈয়দপুর যুব সংঘ ক্লাবের সম্পাদক শহিদুল ইসলাম, সৈয়দপুর যুব সংঘ ক্লাবের সহ সম্পাদক আকবর আলী, সৈয়দপুর যুব সংঘ ক্লাবের কোষাধ্যক্ষ জসিম উদ্দিন আহমেদ, সৈয়দপুর যুব সংঘ ক্লাবের সভাপতি হাফিজুল ইকবাল,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *