গতকালের রাজনৈতিক সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই আজ ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর টু এলাকার রামপুর চাঁদনীচকের বিলন পঞ্চয়েত এলাকা। এলাকাবাসীরা জ্বালিয়ে দিল দুটি গাড়ি,বেশ কিছুক্ষণ ধরে অবরোধ করলো ৩১ নম্বর জাতীয় সড়ক। ভাঙচুর করা হলো সরকারি বাস, অবরোধকারীদের ছোড়া ইটের আঘাতে আহত হল সরকারি বাসের ড্রাইভার
এলাকাবাসীর অভিযোগ গতকাল তাদের এই এলাকায় ভোট সন্ত্রাস চালিয়েছে শাসক দল। ব্যালট বক্স থেকে ব্যালট পেপার লুট করা হয়েছে পাশাপাশি চারজন কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে। গুরুতর আহত অবস্হায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এলাকাবাসীদের দাবী পুনরায় নতুন করে ভোট করাতে হবে। না হলে তাদের এই আন্দোলন চলতে থাকবে।

