গতকাল রাজবংশী তপশিলি ও আদিবাসী সম্প্রদায়ের ডাকা কালিয়াগঞ্জ থানায় বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে পুলিশ বিক্ষোভকারীদের খন্ড যুদ্ধে। মুহু মুহু বিক্ষোভকারীদের পক্ষ থেকে ইট বৃষ্টি একদিকে অপরদিকে পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাস, জল কামান চালানো হলেও পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে না পারায় থানার ভিতরে গিয়ে অগ্নিসংযোগ ঘটিয়ে দেয় বিক্ষোভকারীরা।এই ঘটনার জেরে পুলিশের কমপক্ষে দশ থেকে পনের জন আহত হয়। এদের মধ্যে দুজনের অবস্থা খুবই আশঙ্কা জনক। এদিকে এই ঘটনার জেরে পুলিশ ৩৭ জনকে গ্রেফতার করেছে। তাদের আজ রায়গঞ্জ জেলা আদালতে নিয়ে আসা হয়েছে। এদিকে গতকালকের ঘটনার পর চব্বিশ ঘন্টা কেটে গেলেও কালিয়াগঞ্জ থানা এলাকা জুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মানুষদের দাবি এইরকম ঘটনাও বিগত দিনে কোনদিনও তারা দেখেননি।। এদিকে পরিস্থিতি যাতে আর নতুন করে কোন অন্যদিকে না মাত্র নেয় তার জন্য পুলিশের পক্ষ থেকে শহরের চারটি ওয়ার্ডে দুদিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।।

