গঙ্গারামপুর ২৩ ডিসেম্বর :পারিবারিক বিবাদে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ

প্রথম পাতা

গঙ্গারামপুর ২৩ ডিসেম্বর :পারিবারিক বিবাদে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। পুলিশ জানিয়েছে মৃতের নাম খুকিবালা সরকার (৫২)। তাঁর বাড়ি কুশমন্ডি থানার মধ্যম কড়ই গ্রাম। শুক্রবার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে কুশমন্ডি থানার গৃহবধূ খুকিবালা সরকার। বৃহস্পতিবার পারিবারিক বিবাদ হলে সকলের অলক্ষ্যে বিষ খেয়ে আত্মঘাতী হবার চেষ্টা করেন। বিষয়টি পরিবারের লোকজন নজরে আসতে তাকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় কুশমন্ডি গ্রামীন হাসপাতালে। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন এদিন সকালে তাঁর মৃত্যু হয়। গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *