গঙ্গারামপুর ২২ ডিসেম্বর : পাচারের আগে কফসিরাপ উদ্ধার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশের হাতে বিএসএফ জওয়ানরা। পুলিশ জানিয়েছে ধৃতের নাম সুলতান আলম (৪২)। তাঁর বাড়ি গঙ্গারামপুর থানার মহাখৈর এলাকায়। বৃহস্পতিবার ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ।
জানা গিয়েছে বুধবার ভোরে গঙ্গারামপুর থানার দিঘিশোল বিওপি এলাকায় এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন সীমান্তবর্তী জওয়ানরা। সন্দেহ জনক হাওয়ায় তাকে ধরে ফেলে এরপর উদ্ধার করে প্রায় ৩০০ বোতল কফসিরাপ উদ্ধার সহ সুলতানকে গ্রেপ্তার করে। এদিন ধৃতকে গঙ্গারামপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। বৃহস্পতিবার পুলিশ ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে।

