গঙ্গারামপুর 3 ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর—————-——–একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিন পালন ও আবেক্ষ মূর্তি উন্মোচন করা হলো।পতাকা উত্তোলন,প্রভাত ফেরী,দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে বই খাতা, ব্যাগ,বিতরণ করা সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালন করে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ৬নম্বর ওয়ার্ডে অবস্থিত বিপ্লবী ক্ষুদিরাম মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।অনুষ্ঠানে পৌরসভার চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান, সংগঠনের সভাপতি,সম্পাদক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিনকে সামনে রেখেই গঙ্গারামপুর শহরের ৬নম্বর ওয়ার্ডে অবস্থিত ক্ষুদিরাম মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফে এই দিনটি পালন করা হয়। গঙ্গারামপুর হাইরোড মার্কেটের সামনে থেকে এক বিরাট প্রভাত ফেরী বের করা হয়।যে প্রভাত ফেরীতে পা মেলান মার্কেট কমিটির বহু সদস্যরা।প্রভাত ফেরীর শেষে মার্কেটের সামনে মার্কেটে সকল সদস্যরা জমায়েত করেন।সেখানে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ও ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস সহ উপস্থিত সকলের উপস্থিতিতে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর মূর্তি উন্মোচন করেন।
গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ও পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস বলেন,উদ্যোক্তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তি স্থাপন করা সহ একাধিক কর্মসূচি পালন করেছে।ধন্যবাদ জানাই তাদের।
বিপ্লবী ক্ষুদিরাম মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বরুন সরকার বলেন,প্রতিবছরের মতো আমরা এবছরে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর মূর্তি স্থাপন, প্রভাত ফেরী,সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে যে দিনটি পালন করা হলো।দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে বই খাতা,ব্যাগ বিলি করা হয়েছে।আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান মানুষের সঙ্গে আছে সব সময়। অনুষ্ঠানে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ও ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস,গঙ্গারামপুর থানার টাউন অফিসার সমীর কর্মকার, বিপ্লবী ক্ষুদিরাম মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অরবিন্দ ঘোষ,সহ-সম্পাদক প্রদীপ সাহা,সহ সভাপতি বরুণ সরকার,কোষাধক্ষ্য সমীর ঘোষ,সমাজসেবী সবল দাস,শঙ্কর বসাক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

