গঙ্গারামপুর শহরের সুস্পর্শ মাল্টি স্পেশালিটি হাসপাতালে ৩জনের লেজার পাইলস প্রক্তলজি অপারেশন করে দৃষ্টান্ত স্থাপন করলেন,সাধুবাদ জানিয়েছেন সকলেই

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ৬ এপ্রিল দক্ষিণ দিনাজপুর।জেলার মধ্যে প্রথম একটি বেসরকারি হাসপাতালে লেজার পাইলস প্রক্তলজি অপারেশন করা হল। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের সুস্পর্শ মাল্টি স্পেশালিটি হাসপাতাল ডক্টর এস এন চন্দ্র ও তার টিম এমন অপারেশন এদিন তিনজনের করে দৃষ্টান্ত স্থাপন করলেন বলে খবর। চিকিৎসক জানালেন, এমন অপারেশন বাইরে ছাড়া অন্য কোথায় করা সম্ভব নয়। আমরা সুস্পর্শ মাল্টি স্পেশালিটি হাসপাতালে করে দেখালাম তিনজনের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, মানুষজন জানে ভালো পরিষেবা প্রায় এবং সেটা যেন জেলাতেই হয় তার জন্য আমরা এমন উদ্যোগ নিয়েছি। সুস্পর্শ মাল্টি স্পেশালিটি হাসপাতালের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এমন অপারেশন এখানে হওয়ায় ওই তিন পরিবারের সদস্যরা। দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে গঙ্গারামপুর পৌরসভার উল্টোদিকে সুভাষপল্লীতে অবস্থিত সুস্পর্শ মাল্টি স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ দিনের পর দিন জটিলতম অস্ত্রোপচার চিকিৎসা করে উত্তরবঙ্গ তথা জেলার মধ্যে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। এর আগেও তারা পায়ের মালাইচাকি রিপ্লেসমেন্ট করে সাধারণ মানুষজনের জন্য সুস্পর্শ হাসপাতাল জেলার মধ্যে সর্বপ্রথম উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এসেছে বলেই সম্বভ হয়েছে বলে খবর। বুধবার সার্জেন্ট ডক্টর এস এন চন্দ্র সাধারণ অপারেশনের মাধ্যমে পাইলস থেকে বিভিন্ন রোগে ভুগতে থাকা রোগীদের সুস্থ হতে দীর্ঘদিন সময় লেগে যায়। কিন্তু লেজার অপারেশন এর মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে রোগীরা সুস্থ জীবন যাপনে ফিরতে পারবেন। এদিন প্রথম লেজার পাইলস অপারেশন করা হলো গঙ্গারামপুর পুরসভার উল্টদিকে সুস্পর্শ মাল্টি স্পেশালিটি হাসপাতালে প্রথমবারই সাফল্য পেল সুস্পর্শ হাসপাতাল কর্তৃপক্ষ। বিদেশে ও কলকাতার বেশ কিছু জায়গায় এই ধরনের অপারেশনের ব্যবস্থা থাকলেও জেলার মানুষের সুবিধার্থে এই প্রথম গঙ্গারামপুর সুস্পর্শ মাল্টি স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষের প্রচেষ্টায় এই ধরনের অপারেশনের ব্যবস্থা করা হলো গঙ্গারামপুর শহরে বলে খবর। এদিন গঙ্গারামপুর সুস্পর্শ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হলো। যেখানে উপস্থিত ছিলেন ডঃ এস এন চন্দ্র, সুস্পর্শ হাসপাতালের মেডিকেল ডিরেক্টর কৌশিক চাকি কুসুমদাস প্রমূখ।
জেলার মধ্যে প্রথম সুস্পর্শ হাসপাতালে লেজার পাইলস প্রক্তলজি অপারেশন করলেন ডক্টর এস এন চন্দ্র ও তার টিম। সাধারণ মানুষ চান্দের জন্য সুস্পর্শ হাসপাতাল জেলার মধ্যে সর্বপ্রথম উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এল। সাধারণ অপারেশনের মাধ্যমে পাইলস রোগীদের সুস্থ হতে দীর্ঘদিন সময় লেগে যায় কিন্তু লেজার অপারেশন এর মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে রোগীরা সুস্থ জীবন যাপনে ফিরতে পারবেন। এদিন প্রথম লেজার পাইলস অপারেশন করা হলো সুস্পর্শ হাসপাতালে। আর প্রথমবারই সাফল্য পেল সুস্পর্শ হাসপাতাল কর্তৃপক্ষ। বিদেশে ও কলকাতার বেশ কিছু জায়গায় এই ধরনের অপারেশনের ব্যবস্থা থাকলেও জেলার মানুষের সুবিধার্থে এই প্রথম গঙ্গারামপুর সুস্পর্শ হাসপাতাল কর্তৃপক্ষের প্রচেষ্টায় এই ধরনের অপারেশনের ব্যবস্থা করা হলো গঙ্গারামপুর শহরে।
এবিষয়ে ডঃ এস এন চন্দ্র জানান, সুস্পর্শ মাল্টি স্পেশালিটি হাসপাতালে সমস্ত ধরনের পরিকাঠামো রয়েছে। তাই এমন অপারেশন করা সম্ভব হয়েছে। যা বাইরে ছাড়া কোথাও হয় না। এতে আমরা দারুন খুশি। এবিষয়ে ডক্টর এস এন চন্দ্রের এক সহযোগী চিকিৎসক জানালেন, বাইরে নয় এখানে যেমন পরিষেবা দেওয়া সম্ভব হয় তা আমরা দেখালাম। সুস্পর্শ মাল্টিস্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষের সব ধরনের সুবিধা রয়েছে বলেই সম্ভব হল। সুস্পর্শ মাল্টিস্পেশালিটি হাসপাতালে ডিরেক্টর তথা চিকিৎসক ডক্টর কৌশিক চাকি
জানিয়েছেন ,আমরা এর আগেও বেশ কিছু জটিল অস্ত্রপ্রচার করেছি। এমন অপারেশন তিনজনের নতুন ভাবে করা হল। যা এই অপারেশন করতে বাইরে যেতে হতো এলাকার মানুষজনদের
এবিষয়ে রোগীর আত্মীয় অর্পণ বসাক জানান সহ তিন আত্মীয় জানিয়েছেন, সুস্পর্শ হাসপাতালে লেজার অপারেশন এর বিষয়টি জানতে পারেন। আর এই ধরনের অপারেশনের মাধ্যমে রোগী সুস্থ হয় দ্রুত ও নিজেদের সামর্থের মধ্যে এমন পরিসেবা পেয়ে খুশি রোগীর আত্মীয় ধন্যবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *