গঙ্গারামপুর ২৪ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর————————-–দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বিএলএলআরও অফিসের ল’ক্লার্ক অ্যাসোসিয়েশনের মুহুরী কাজ করা যুবক আমজত মন্ডল পথ দূর্ঘটনায় আহত হয়।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ল’ক্লার্ক অ্যাসোসিয়েশনের সকল মুহুরীরা মিলে আহত ওই মুহুরির পাশে দাঁড়ানো সংগঠনের সদস্যরা। পরিবারের হাতে তুলে দেন ৪২৭০০টাকা।দুর্ঘটনায় কবলে পড়া পরিবারের লোকজন মুহুরীদের অ্যাসোসিয়েশনের এমন কাজে সাধুবাদ জানিয়েছেন। গঙ্গারামপুর ল’ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরাএকসঙ্গে কাজ করে থাকেন।তাদের সহযোগিতার হাত সব সময় সযোগিতার হাত বাড়িয়ে দেন সংগঠনের অন্যতম নেতা অসিত মালাকার। বিএলএলআরও দফতরের ল’ক্লার্ক অ্যাসোসিয়েশনের অন্যতম নেতা অসিত মালাকার মঙ্গলবার সকালে জানতে পারেন যে,তাদের সংগঠনেরই এক সদস্য কয়েকদিন আগে আমজাত মন্ডল গঙ্গারামপুর থানার গোচিহার এলাকায় দুর্ঘটনার কবলে পরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।প্রথমে তাকে গঙ্গারামপুর, পরে তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরে শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমজাদ মন্ডল নামে বিএলএলআরোও দপ্তরের মুহুরীর সংগঠন ল’ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যর পরিবারের অবস্থা খুবই খারাপ।সংগঠনের সকল সদস্যরা মিলে মঙ্গলবার বিকেলে গঙ্গারামপুর থানার বানিহারিতে গিয়ে দুর্ঘটনায় আহত হওয়া ওই মুহুরী স্ত্রীর হাতে ৪২হাজার ৭০০টাকা তুলে দেওয়া হয়।
বিএলএল আরোও বিভাগের ল’ক্লার্ক সংগঠনের অন্যতম নেতা অসিত মালাকার জানিয়েছেন,সম্পূর্ণ মানবিকতার খাতিরে ওই পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে।পরে কোন অসুবিধা হলে তার পাশে আমাদের সংগঠন থাকবে।সে সুস্থ হয়ে আবার আমাদের সঙ্গে কাজে ফিরুক সেই কামনায় করি বলে অসিতবাবু জানিয়েছেন।
গঙ্গারামপুর ল’ক্লাক অ্যাসোসিয়েশনের আরেক নেতা বিদ্যুৎ দাস বলেন, আমাদের নেতা অসিত মালাকারের দেখানো পথেই আমরা চলছি।আহতের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে সংগঠনের তরফে।
আহত মুহুরির শ্বশুর আজিমুদ্দিন সরকার বলেন, মুহুরীদের সংগঠনের তরফে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।ধন্যবাদ জানাই তাদের।

