গঙ্গারামপুর 22 এপ্রিল দক্ষিণ দিনাজপুর :———–-দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের হাতে ঠান্ডা পানীয় জল,ওয়ারেশ ও গ্লুকোজ তুলে দিলেন।এদিন গঙ্গারামপুর থানায়, হাইরোড়,বাসস্ট্যান্ডে তারা এমন কমুসুচি পালন করেন।তাদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
প্রচন্ড গরমে নাভিশ্বাস উঠেছে আট থেকে আশি সকলের । ৪০ ডিগ্রি সেলিসিয়াসে ঘরের বাইরে বের হওয়া কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাড়িয়েছে। দুপুরের পর রাস্তাঘাট থেকে রাস্তাঘাট শুনশান হয়ে পড়ছে। অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু রোদে দাড়িয়ে গঙ্গারামপুরের চৌপথি,বাসস্ট্যান্ড,কালদিঘি,বিডিও মোড়,কালিতলা,নিউমার্কেট,সহ এলাকায় কর্তব্যে অবিচল থেকে যানবাহন নিয়ন্ত্রন করতে হচ্ছে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের ।
প্রচন্ড এই গরমে কর্তব্যরত ট্রাফিক পুলিশ,সিভিক ভলান্টিয়াররা যাতে সুস্থ থাকেন। সেই বার্তা দেবার পাশাপাশি গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক উজ্জ্বল সরকার,অভিজিৎ ভৌমিক,নিশীথ সরকার,স্বরুপ দপ্তরিরা শহরের চৌপথি সহ বিভিন্ন এলাকায় ছুটে যান। কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের সঙ্গে দেখা সাবধানে থাকার পরামর্শ দেন। সেই সঙ্গে গঙ্গারামপুর ট্রাফিক ওসি রনজিৎ দাসের হাতে ঠান্ডা পানীয় জলের বোতল,ওয়ারেশ ও গ্লুকোজ তুলে দেন। চিকিৎসকদের এমন দায়িত্ব দেখে স্বাভাবিক ভাবে খুশি শহরবাসী।
চিকিৎসক উজ্জ্বল সরকার বলেন,প্রচন্ড গরম পড়েছে। এই গরমে ট্রাফিক পুলিশ,সিভিক ভলান্টিয়াররা প্রখর রোদে দাড়িয়ে দায়িত্ব সামলাচ্ছেন। সেজন্য আজকে আমরা গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের ডাক্তারবাবুরা ঠান্ডা পানীয় জল,গ্লুকোজ ও ওয়ারেশ তুলে দিলাম ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের হাতে।
গঙ্গারামপুর ট্রাফিক ওসি রনজিৎ দাস বলেন, রোদ গরম উপেক্ষা করে আমরা যারা যানবাহন নিয়ন্ত্রন করছি। তাদের কথা ভেবে আজকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের ডাক্তারবাবুরা আমাদের হাতে ঠান্ডা পানীয় জল,গ্লুকোজ ও ওয়ারেশ তুলে দিলেন। এজন্য তাদের সাধুবাদ জানাই।

