গঙ্গারামপুর ১৬ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর————————তিনদিন ব্যাপী সঙ্গীতাময় শ্রীমৎ ভগতবত কথামৃত এবং ৩২প্রহর ব্যাপী নামযজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হলো। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের মহারাজপুরে অবস্থিত জয় নিতাই ও রাধা গোবিন্দ বারোয়ারি মন্দির প্রাঙ্গণের তরফে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সোমবার সমগ্র মহারাজপুরে পরিক্রমা করে। বিভিন্ন জায়গার ভক্তরা এদিনের এই পরিক্রমায় পা মেলান।কমিটির সম্পাদক জানিয়েছেন,বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানটি পালন করে থাকি। নর নারায়ণ সেবাও করানো হয়। প্রতিবছরের মতো এ বছরও গঙ্গারামপুর থানার মহারাজপুর ব্রিজের পাশে অবস্থিত জয় নিতাই ও রাধা গোবিন্দ বারোয়ারি মন্দির প্রাঙ্গণের তরফে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সোমবার সমগ্র মহারাজপুরে পরিক্রমা করে। সেখানে পা মেলান বহুদূর দুরন্তের ভক্তরা। মিছিলটি বারোয়ারি ও পূজা মন্দির থেকে শুরু হয়।যে মিছিলে অংশগ্রহণ করেন সুদূর আমেরিকা, রাশিয়া থেকে ভক্তরাও।মিছিলে পা মেলান মহারাজপুর এলাকা সহ জেলার একাধিক কৃষ্ণভক্ত প্রিয় মানুষজন। মিছিলের অগ্রভাগে ছিলেন কমিটির সম্পাদক তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী পরেশ বসাক। তার নেতৃত্বেই মূলত এমন ধর্মীয় অনুষ্ঠানটি পরিচালিত হয়ে আসে বহুদিন ধরেই। এদিন
পরেশ বসাক জানিয়েছেন,বেশ কয়েকদিন ধরেই আমাদের কমিটির তরফে অনুষ্ঠান করা হয়েছে। অনুষ্ঠানে নরনারায়ণ সেবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যকলাপ করা হবে। এমন অনুষ্ঠানে ভক্তদের ভিড় হয়েছিল ভালোই।

