গঙ্গারামপুর ১৯এপ্রিল দক্ষিণ দিনাজপুর————–—ভোটের দিন যতই এগিয়ে আসছে জেলার ভূমিপুত্র তৃণমূল প্রার্থী ভোট প্রচারের উপর আরো বেশি করে জোর দিচ্ছে। শুক্রবার সকাল থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের পাটন হাটখোলায় সভা করেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। সেখানে প্রার্থী সহ ব্লকের একাধিক তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন। অন্যদিকে গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রতনপুরে জনসংযোগ সভা করতে এসে ৩৫টি পরিবারের পায় ১৪০ জন বিজেপি, সিপিএম ,কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লেখায় বলে তৃণমূলের দাবি।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র।দুটি অনুষ্ঠানে তৃণমূল নেতা সুমন রায়, রঞ্জন প্রামাণিক মজিরুদ্দিন মন্ডল ওরফে ধলু, নুরুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আগামী ২৬শে এপ্রিল রয়েছে দেশে দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের ভোট। নোটিফিকেশন অনুযায়ী বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোটটি ২৬শে এপ্রিল হবে বলে নির্বাচন কমিশন ঘোষণা করেছে। তার আগে ৬নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের বর্ষিয়ান তৃণমূল প্রার্থী তথা জেলা তৃণমূলের ভূমিপুত্র বিপ্লব মিত্র একাধিক জায়গায় পথসভা থেকে শুরু করে কর্মীসভা ,যোগদান অনুষ্ঠান করে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করছেন।শুক্রবার সকালে গঙ্গারামপুর ব্লকের পাঠন হাটখোলায় জনসংযোগ সভা করেন। সেখানে প্রার্থী বিপ্লব মিত্র ছাড়াও, তৃণমূল নেতা সুমন রায়, রঞ্জন প্রামাণিক,ছাড়াও একাধিক ব্লক ও পঞ্চায়েত স্তরের নেতারা উপস্থিত ছিলেন।সেখানে কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বক্তব্য রাখেন। সেখানে সভা শেষ করে জেলা তৃণমূলের ভূমিপুত্র তথা ৬নম্বর বালুরঘাট তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র গঙ্গারামপুর ব্লকের রতনপুরে জনসংযোগ সভা করেন। তৃণমূলের দাবি, সেই সভাতে ৩৫টি পরিবার বিজেপি, সিপিএম, কংগ্রেস ছেড়ে শাসক দল তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন।তাদের হাতে পতাকা তুলে দেন তৃণমূলের বালুঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্র। সেখানে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের প্রাপ্তন নেতা তথা নন্দনপুর এলাকার বাসিন্দা তৃণমূল নেতা মজিরুদ্দিন মন্ডল ওরফে ধলু, তৃণমূল নেতা নুরুল ইসলাম, নন্দলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি, প্রাক্তন নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এবিষয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বর্শিয়ান তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র জানিয়েছেন, মানুষজন এলাকার উন্নয়ন কার হাতে পারে সেটা বুঝেই দলে দলে অন্য দল ছেড়ে আমাদের দলে যোগদান করছে।জয় আমাদের হবেই। বিরোধী রাজনীতি দলগুলির তরফে এমনদল বদলের কথা তারা অস্বীকার করেছেন। বিপ্লব মিত্রের দুটি নির্বাচনী প্রচার সভাতেই ব্যাপক পরিমাণে ভিড় হয়েছিল।

