২৭শে সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর —– বন্যার জলে এলাকার জলমগ্ন হওয়ায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালো শহরের তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্বরা। বুধবার সকাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের বিভিন্ন ওয়ার্ড ও পঞ্চায়েত এলাকায় বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে ঘুরে দুঃস্থ মানুষজনদের মুড়ি চিড়ে ও গুড় দেওয়া হয় । এছাড়াও তাদের পাশে থাকার আশ্বাস দেন। টাউন তৃণমূল কংগ্রেসের নেত্রীরা।এদিন সেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শম্পা ঘোষ ( বিশ্বাস), ছবি দাস, শ্রাবণী গাঙ্গুলী (তালুকদার) টাউন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

