গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়িতে শক্তি জাগরণ সমিতির পরিচালনায় পঞ্চদশতম বর্ষে বজরংবলী হনুমানজীর পূজা, মহাযজ্ঞ, ও হিন্দু সম্মেলনের আয়োজন করা হলো।উপস্থিত জেলা বিজেপির সংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সহ আরো অনেকেই

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ২০জানুয়ারি দক্ষিণ দিনাজপুর——————— হনুমান শক্তি জাগরণ সমিতির পরিচালনায় পঞ্চদশ তমবর্ষে বিরাট হনুমানজীর পুজো মহাযজ্ঞ ও হিন্দু সম্মেলনের আয়োজন করা হলো।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ীতে এমন কর্মসূচি সূচনা করেন জেলা বিজেপির সংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার।সেখানে তপনের বিজেপি বিধায়ক,জেলা বিজেপির সভাপতি সহ একঝাঁক বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন। প্রতি বছরও মত এবছরোও হনুমতশক্তি জাগরণ সমিতির পরিচালনায় পঞ্চদশতম বর্ষে গঙ্গারামপুরের ফুলবাড়িতে বিরাট হনুমান পুজো,মহাযজ্ঞ ও হিন্দু সম্মেলনের আয়োজন করা হয় । অনুষ্ঠানের সূচনা করেন জেলা বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। সেখানে তপনের বিজেপি বিধায়ক বুধরায় টুডু , জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী,বিজেপি নেতা শুভেন্দু সরকার সহ একাধিক বিজেপি নেতারা উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানকে সামনে রেখে বিজেপি নেতৃত্বরা মিছিল করার পাশাপাশি হনুমান পুজো,মহাযজ্ঞ ও হিন্দু সম্মেলনে আয়োজন করে। এবিষয়ে জেলার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি ডঃ সুকান্ত মজুমদার জানিয়েছেন , প্রতিবছরের প্রতি এবছরও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।হনুমান পুজো মহাযজ্ঞ হিন্দু সম্মেলনের আয়োজন করা হয়েছে। মিছিলে আমি নিজেও অংশগ্রহণ করেছি।ভালো লাগছে এমন অনুষ্ঠানে এসে। জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন,অনুষ্ঠানকে সামনে রেখে প্রতিবছরই এমন কর্মসূচির আয়োজন করা হয়। প্রচুর ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। হনুমান শক্তি জাগরণ সমিতির পরিচালনায় হনুমান পূজা মহাযজ্ঞ হিন্দু সম্মেলনে ১৫তম বর্ষের অনুষ্ঠানে ব্যাপক বিজেপি কর্মী সমর্থকদের ভিড় হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *