গঙ্গারামপুর ব্লকের ১১ টি গ্রাম পঞ্চায়েতে পুনরায় নির্বাচন করতে হবে। ভোটের দিন ভোট কক্ষ ও গণনা কেন্দ্রে ব্যবহ্নত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ রাখতে হবে। ব্যালট সহ ভোট বাক্স সংরক্ষণ করে রাখতে হবে। ৫ নম্বর জেলা পরিষদের আসনে সমস্ত ভোট পুনরায় গণনা করতে হবে। সমগ্র নির্বাচনকে প্রহসনে পরিনত করার কাজে যাঁরা যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহন করতে হবে। এই দাবিতে গঙ্গারামপুর বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন বাম কর্মীরা। বৃহস্পতিবার বামকর্মীদের বিক্ষোভ কর্মীকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায়।
এদিন গঙ্গারামপুর শহরের শপিংপ্লাজার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এরপর বাসস্ট্যান্ড,হাইরোড়,নিউমার্কেট,হাইস্কুল পাড়া ঘুরে বিডিও অফিসে গিয়ে হাজির হয়। সেখানে বাম কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। প্রথমে বাম কর্মীরা বিডিও অফিসের ভেতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু বিশাল পুলিশ বাহিনীর বাধার মুখে পড়তে হয়। এরপর বাম কর্মীরা বিডিও সামনে বক্তব্য রাখেন। পাশাপাশি পাঁচ জনের প্রতিনিধির দল বিডিও দাওয়া শেরপায় কাছে গিয়ে স্মারক লিপি পত্র তুলে দেয়। এদিন ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক অচিন্ত্য চক্রবর্তী,সিপিএম নেতা পার্থ সরকার,সুশান্ত বিশ্বাস,সুবীর কুমার দাস,আরএসপি নেতা নারায়ণ সরকার সহ আরো অনেকে।

