গঙ্গারামপুর ১৯ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর———————-—- ২৫শে ডিসেম্বর যীশু খ্রীষ্টের জন্মদিনের আগে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজীবপুর ক্যাথলিক চার্চের মা মেরি মূর্তির চারিদিকে সংস্করণ করা, চারপাশে বিউটিফিকেশন করা,আলবাতিতে ভরে দেওয়া, চার্চের ভিতরে নতুন রাস্তা তৈরি করা সহ একটি জল প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা ১৮ নম্বর ওয়ার্ডের রাজীবপুর শিববাড়ি এলাকার ক্যাথলিক চার্চের উদ্বোধন করেন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।সেখানে পৌরসভার চেয়ারম্যান ,ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, চার্চের ফাদার সহ ধর্মীয় বহু মানুষজন উপস্থিত ছিলেন। প্রায় ২৫ লক্ষ টাকা খরচ করে এই প্রকল্পগুলি রূপায়ণ করা হয়েছে বলে পৌরসভা সূত্রে জানা গেছে।পৌরসভার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। গঙ্গারামপুর পৌরসভা সূত্রে জানা গেছে ,পৌরসভার ১৫ ও ১৮ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী এলাকায় রয়েছে রাজিবপুর শিববাড়ি মিশনের ক্যাথলিক চার্চটি। ইতিমধ্যেই গঙ্গারামপুর পৌরসভা থেকে বিভিন্ন সময়ে ধাপে ধাপে চার্চের বিভিন্ন উন্নয়ন করেছে তারা। পুরসভার সূত্রের খবর ,গঙ্গারামপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রাক্তন তথা বর্তমানের গঙ্গারামপুর পৌরসভার ১৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাসের মাধ্যমে চার্চের ফাদার সহ খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষজন ও এলাকাবাসীরা বিভিন্ন ধরনের চার্চের বিভিন্ন ধরনের উন্নয়নের কথা বলেছিলেন।কাউন্সিলর জয়ন্ত বাবু পুরো বিষয়টি চেয়ারম্যান প্রশান্ত মিত্রকে জানান।পরবর্তী সময়ে পৌরসভার চেয়ারম্যানের উদ্যোগে প্রায় ২৫ লক্ষ টাকা খরচ করে ২৫শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিনের আগে রাজীবপুর ক্যাথলিক চার্চ শিববাড়ি এলাকায় অবস্থিত মা মেরি মূর্তির সংস্করণ,চারপাশে বিউটিফিকেশন করা, চার্চের ভিতরে নতুন রাস্তা তৈরি করা, একটি জলাধর প্রকল্পের কাজ শুরু করেন এবং তার সম্পন্ন করেন। মঙ্গলবার সন্ধ্যায় আদিবাসী গানের মধ্যে দিয়ে মন্ত্রী সহ সকলকে বরণ করে নেওয়া হয়। প্রকল্পগুলি ফিতে কেটে উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। সেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার ১৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা গঙ্গারামপুর পৌরসভা ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, ১৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ মুরমু, কাউন্সিলর সুভদ্রা রাজবংশী, মানিক রায়,অতনু রায়, প্রাক্তন কাউন্সিলর তুলসীপ্রসাদ চৌধুরী, দীনেশ হেমরম,সমাজসেবী সাবদুল মিত্র ,খ্রিস্টান ধর্মীয় মানুষজন, ও ওয়ার্ডের বাসিন্দারা। রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন,২৫ ডিসেম্বরের আগে পৌরসভার তরফে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করে দেওয়া হলো। এর ফলে অনেক অর্থেই এখানে আসা সকলেই উপকৃত হবেন। গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানিয়েছেন, কাউন্সিলর এর মাধ্যমে চার্চের ফাদারসহ এলাকাবাসীরা বেশ কয়েকটি দাবি রেখেছিল।সেই দাবিগুলো পূরণ করে দেওয়া হলো।ধর্ম যার যার উৎসব সবার সেই লক্ষ্যেই এই কাজগুলো করে দেওয়া হয়েছে। গঙ্গারামপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ও গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস জানিয়েছেন,পানীয় জল রাস্তাঘাট,কিছু আলো বাতির সমস্যা ছিল চার্চের মধ্যে।সেই সমস্যাগুলো পৌরসভার তরফে দূর করা হলো। ২৫শে ডিসেম্বর যীশুখ্রীষ্টের জন্মদিনের আগে প্রকল্প গুলো চালু হওয়ায় অনেক অর্থেই উপকৃত হবেন। ২৫ শে ডিসেম্বর যীশুখ্রীষ্টের জন্মদিনের আগে এই প্রকল্প চালু করায় পৌরসভার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই ।

