গঙ্গারামপুর পৌরসভার তরফে গঙ্গারামপুর নতুন বাস স্ট্যান্ড থেকে সমস্ত ধরনের গাড়ি চলাচল শুরু হল, ফিতে কেটে কে স্টোলের উদ্বোধন করলেন পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা রবিবার রাজ্য

গঙ্গারামপুর১ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর। পুরসভার উদ্যোগে টার্মিনাসে বাস ঢোকা শুরু হল। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার তরফে সরকারি,বেসরকারি বাসের টিকিট কাউন্টারের সূচনা হল এদিন। শহরে যানজটমুক্ত করতে এখন থেকে নতুন বাসস্ট্যান্ডে সমস্ত গাড়ি প্রবেশ করে তাদের গন্তব্যে যেতে হবে বলে নিদেশ জারি করা হয়। এদিন সেই কাউন্টার গুলোর টি সূচনা অনুষ্ঠানে চেয়ারম্যান, চেয়ারম্যান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পুরস্কার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
২০১৪ সালে পুর বাস টার্মিনাস গড়ে তোলা হয়।শহরে যানজট মুক্ত রাখার পাশাপাশি কর্ম সংস্থান বাড়াতে যেমন পুর উৎসব তৈরি করা হয়। তেমনি সঙ্গে দোকান ঘর গড়ে তোলা হয়। কিন্তু সরকারি,বেসরকারি কোনো বাস টার্মিনাসে না ঢোকায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। জাতীয় সড়কের ওপর যানবাহন গুলি দাড়িয়ে মালপত্র নামানো অভিযোগ ওঠে। বেসরকারি বাস ঢুকলেও সরকারি এবং রাত্রি কালীন একে বারে টার্মিনাসে ঢুকছিল না। জাতীয় সড়কে যানজটের সৃষ্টির হচ্ছিল এতে।বিষয়টি নজরে আসতে টার্মিনাসে সরকারি,বেসরকারি বাস ঢোকানোর উদ্যোগ নেয় পুরকর্তৃপক্ষ।এদিন এক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিয়ে পুর টার্মিনাসে বাস ঢোকানো শুরু হয়। সেই সঙ্গে সরকারি,বেসরকারি ও নৈশকালীন দুর পাল্লার বাসের টিকিট কাউন্টারের চালু করা হল। ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে টিকিট কাউন্টারের উদ্ধোধন করেন গঙ্গারামপুর পুর সভার পুর প্রধান প্রশান্ত মিত্র ভাই চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস। সেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পুর উপপুর প্রধান জয়ন্ত কুমার দাস,পুরসভার কার্যনির্বাহী আধিকারিক পঙ্কজ কুমার পুরকাইত,গঙ্গারামপুর ট্রাফিক ওসি রঞ্জিত দাস,উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গঙ্গারামপুরের ইনস্পেক্টার আশুতোষ বালা আরো অনেকেই।
গঙ্গারামপুর ট্রাফিক ওসি রঞ্জিত দাস জানান,এখন থেকে বাস টার্মিনাসে বাস ঢুকবে। এরপরেও যদি কোনো বাস রাস্তার ওপর দাড়িয়ে যাত্রী তোলা নামা বা মালপত্র নামানো হয়। তাহলে তাদের জরিমানা করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *