গঙ্গারামপুর ২৪শে মার্চ দক্ষিণ দিনাজপুর: আদিবাসী এক মহিলাকে গণধর্ষণের পর খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আন্দোলনে নামল সিপিআইএমের এরিয়া কমিটি। শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলায় গঙ্গারামপুর এর হাইরোড থেকে সিপিআইএমের এরিয়া কমিটির তরফে শহর জুড়ে মিছিল তারা সামনে বিক্ষোভ ডেপুটেশন দেওয়া হয়। এরিয়া কমিটির সম্পাদক অভিযোগ করে বলেন, আদিবাসী গৃহবধূকে গণধর্ষণের পর তাকে খুন করা হয়েছে। আমরা চাই ঘটনায় আরো যারা জড়িত দ্বারা গ্রেপ্তার হোক। সেই সঙ্গে অভিযুক্তদের কঠোর শাস্তি হোক। পুলিশ জানিয়েছে, তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত ১৩ই মার্চ রাত্রিতে গঙ্গারামপুর থানার সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপুর এলাকা দিয়ে এক আদিবাসী গিয়ে গৃহবধূ বিয়ে বাড়িতে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় একা পেয়ে ওই গৃহবধূকে এলাকার বেশ কয়েকজন আদিবাসী যুবক জোরপূর্বক টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ,ও তাকে মারধর করে। বেশ কয়েক ঘন্টা পরে বিষয়টি জানাজানি হতেই তাকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ওই আদিবাসী গৃহবধুর মৃত্যু হয়। ঘটনা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন আদিবাসী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের তরফে অভিযুক্তদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পুলিশ ঘটনা তদন্ত নেমে তিন অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আদালতে পাঠায়। শুক্রবার সেই ঘটনার বাকি আরও অভিযুক্তরা জড়িত রয়েছে বলেও তারা শাসকদলের আশ্রিত বলে অভিযোগ করে আন্দোলনে নামা হয়। পুরো গঙ্গারামপুর শহর ঘটনার প্রতিবাদ জানিয়ে সিপিআইএমের গঙ্গারামপুর এরিয়া কমিটির তরফে মিছিলের পরে গঙ্গারামপুর থানার সামনে জড় হয়,আইসিকে ডেপুটেশনও।

